সোনা খনি বিহারে! লুকিয়ে আছে ৩৭,৬০০ কেজি, পাল্টে যেতে পারে রাজ্যের ভাগ্য – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
ভোটের মুখে পরিযায়ী শ্রমিক সমস্যা নিয়ে বিরোধীদের তোপের মুখে নীতীশ সরকার। তবে জিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই) জানিয়েছে, জামুই জেলায় ভূগর্ভে রয়েছে দেশের ৪৪ শতাংশ সোনা, যার পরিমাণ ৩৭,৬০০ কেজি। ২২ লক্ষ কোটি টাকার স্বর্ণ আকরিক উত্তোলনের জন্য জিএসআই এবং এনএমডিসি-এর সঙ্গে রাজ্যের মাইনস ডিপার্টমেন্ট আলোচনা শুরু করেছে।