শার্ল দ্য গল বিমানবন্দরে ধরা পড়ল ‘ল্যুভর’-এর ডাকাত – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
ফ্রান্সের ল্যুভর জাদুঘরে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় অবশেষে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার রাতে একজন দেশ ছাড়ার চেষ্টায় শার্ল দ্য গল বিমানবন্দর থেকে ধরা পড়ে। পরে প্যারিসে পাকড়াও হয় অন্যজন। নির্মাণকর্মীর পোশাকে এসে তারা অ্যাপোলো গ্যালারি থেকে রানীদের মূল্যবান নীলা ও পান্নার অলংকার চুরি করেছিল। ঐতিহাসিক এই জিনিসগুলির মূল্য অপরিসীম।