ইতালীয় পর্যটকরা মুগ্ধ গম্ভীরার সুরে, মালদহের এই লোকশিল্প ছুঁলো মন – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদহের ঐতিহাসিক লোকনৃত্য গম্ভীরায় মজেছেন সুদূর ইতালির একদল পর্যটক। ইংলিশবাজারে এসে এই সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করেন তাঁরা। ভাষাগত বাধা সত্ত্বেও গম্ভীরার মূল বার্তা ও উপস্থাপনা গভীরভাবে বোঝার চেষ্টা করেন ইতালীয় পর্যটকরা। এই অভিজ্ঞতার ফলে ইউরোপে মালদহের এই শিল্প পরিচিতি পাবে বলে আশাবাদী শিল্পী মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *