SIR: BLO-দের স্বেচ্ছাসেবক পদে কারা আবেদন করতে পারবেন? – এবেলা

এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের ৮০ হাজারেরও বেশি ভোটারের বুথে এবার বুথ লেভেল অফিসারদের (BLO) সাহায্য করতে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। তবে এই স্বেচ্ছাসেবক পদে সবাই আবেদন করতে পারছেন না। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই কাজের জন্য মূলত সরকারি আধিকারিক, স্কুলের স্থায়ী শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
জানা গিয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের স্কুল পরিদর্শকদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে এই স্বেচ্ছাসেবকদের নামের তালিকা দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৯ অক্টোবরের মধ্যেই সেই তালিকা কমিশনের কাছে পৌঁছানোর কথা। তবে এই কাজের জন্য নিযুক্ত স্বেচ্ছাসেবকরা ঠিক কী পরিমাণ পারিশ্রমিক বা সম্মানী পাবেন, সে বিষয়ে কমিশন এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এই উদ্যোগের ফলে একদিকে যেমন ভোট প্রক্রিয়ার কাজ মসৃণ হবে, তেমনই কমিশনের কাজে যুক্ত হবেন রাজ্যের সরকারি কর্মী ও শিক্ষকরা।