বিস্ময়! গুজরাটের এই বিখ্যাত মন্দিরের আদলে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
নদীয়ার কৃষ্ণনগরে মল্লিকপাড়া জলকর বারোয়ারি এবার গুজরাটের আহমেদাবাদের স্বামীনারায়ণ মন্দিরের আদলে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ তৈরি করছে। ২৮ বছরের ঐতিহ্যবাহী এই পুজোয় দর্শনার্থীরা মার্বেল স্তম্ভ ও নান্দনিক গম্বুজ সমন্বিত অপূর্ব স্থাপত্য চাক্ষুষ করার সুযোগ পাবেন। প্রায় ১৯ লক্ষ টাকা বাজেটের এই আয়োজন নিয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা।