ছটপুজোর দিনে হঠাৎ মেট্রোয় বড় বদল! আপনার রুটে কটা থেকে কটা পর্যন্ত চলবে ট্রেন? জানুন নতুন সময়সূচি – এবেলা
/indian-express-bangla/media/media_files/JKRZveFuakAXRUuu5ZoB.jpg?ssl=1)
এবেলা ডেস্কঃ
ছট পুজো উপলক্ষে কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবাতে বড়সড় কাটছাঁট শুরু হচ্ছে সোমবার থেকে। সপ্তাহের প্রথম দিনই ব্লু লাইন (Blue Line) এবং গ্রিন লাইন (Green Line) উভয় ক্ষেত্রেই মেট্রো চলাচলের সংখ্যা কমানো হয়েছে, বদল আনা হয়েছে সময়সূচিতেও। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই পরিবর্তিত সময়সূচি আগেই ঘোষণা করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু কী কী পরিবর্তন আসছে?
মেট্রো কর্তৃপক্ষ প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ছট পুজোর দিন ব্লু লাইন ও গ্রিন লাইন উভয় ক্ষেত্রেই কম সংখ্যক মেট্রো চলাচল করবে।
ব্লু লাইনে (ব্লু লাইন)
- সাধারণত এই লাইনে মোট ২২৭টি মেট্রো চলে।
- সোমবার আপ ও ডাউনলাইন মিলিয়ে মোট মেট্রো চলবে ২৩৬টি।
গ্রিন লাইনে (গ্রিন লাইন)
- সাধারণ দিনে ২২৬টি মেট্রো চলাচল করলেও, সোমবার মোট মেট্রো চলবে ১৮৬টি।
যদিও ছট পুজোর দিনে ব্লু লাইনে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে বিশেষ পরিবর্তন করা হয়নি, তবে কিছু রুট ও সময়ের দিকে নজর রাখা জরুরি:
- প্রথম মেট্রো: নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৪ মিনিটে।
- শেষ মেট্রো:
- দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা বেজে ২৮ মিনিটে।
- শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা বেজে ২৮ মিনিটে।
- শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা বেজে ৪৩ মিনিটে।
যাত্রীদের অনুরোধ, বাড়ি থেকে বের হওয়ার আগে যেন তাঁরা একবার নতুন সময়সূচি দেখে নেন।