কেতুগ্রামের গ্রাম শ্মশান! যোগাযোগ বিচ্ছিন্নতায় ভিটেমাটি ছাড়ছেন শত শত পরিবার – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
পূর্ব বর্ধমানের কাটোয়া লাগোয়া বেগুনকোলায় অজয় নদ পেরিয়েই যেতে হয়। নৌকাই একমাত্র ভরসা হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন এই গ্রাম থেকে অনেকেই ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। প্রায় ২০০ পরিবার জরাজীর্ণ পাকা বাড়ি ফেলে আজও টিকে আছে। স্থানীয়দের দাবি, কাটোয়া-বোলপুর রোডের সঙ্গে সংযোগকারী মেঠো রাস্তাটি পাকা হলে এই দুর্ভোগ কমবে। দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছে প্রশাসন।