ট্রাম্পের হঠাৎ চালে বিশ্বের আতঙ্ক! কানাডার উপর ১০% শুল্ক চাপিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু কেন? – এবেলা

এবেলা ডেস্কঃ
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বিমানবন্দরে নামার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে থিরথির করে নাচতে দেখা যায়, যা তাঁর ‘ফেভারিট ড্যান্স স্টেপ’ হিসেবে পরিচিত। ৭৯ বছর বয়সী ট্রাম্প ২৩ ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রার পরও বেশ তরতাজা ছিলেন। তবে এই সফরের মধ্যেই কানাডার জন্য এলো একটি দুঃসংবাদ।
কানাডার উপর হঠাৎ করে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। এর নেপথ্যে রয়েছে কানাডায় প্রচারিত একটি বিজ্ঞাপন। ওন্টারিওর ‘প্রিমিয়ার’ ডগ ফোর্ড জানিয়েছিলেন, সপ্তাহান্তে বিজ্ঞাপনটি তুলে নেওয়া হবে, কিন্তু ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম্যাচের রাতেও এটি সম্প্রচারিত হয়।
জানা গিয়েছে, ওই বিজ্ঞাপনে প্রাক্তন প্রেসিডেন্ট ও রিপাবলিকান আইকন রোনাল্ড রিগানের একটি ভিডিও ক্লিপ দেখানো হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন যে শুল্ক বা ট্যারিফ, ব্যবসা এবং অর্থনৈতিক যুদ্ধের জন্ম দেয়। ডোনাল্ড ট্রাম্প এই বিজ্ঞাপনটিকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে আখ্যা দেন। এর প্রতিক্রিয়ায় তিনি কানাডার উপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক বসানোর মতো বড় পদক্ষেপ নেন।
ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি পোস্টে লেখেন, “শত্রুতা মূলক কাজের (বিজ্ঞাপন) কারণে আমি কানাডার উপর বর্তমান হার থেকে ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করছি।” এই ঘোষণা এমন সময়ে করা হলো, যখন কানাডার সঙ্গে আমেরিকার চলমান বাণিজ্য আলোচনা এই বিজ্ঞাপনের কারণেই স্থগিত করা হয়েছিল।
বর্তমানে বেশ কিছু কানাডীয় পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ৫০ শতাংশ শুল্ক এবং শক্তি (এনার্জি) পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপিত আছে। তবে বেশিরভাগ পণ্য আমেরিকা-কানাডা-মেক্সিকো চুক্তির আওতায় শুল্কমুক্ত।
ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (প্রতিবেদনে কানাডার প্রধানমন্ত্রীকে ‘কার্নি’ বলা হয়েছে, যা ভুল তথ্য হতে পারে, তবে মূল তথ্য অপরিবর্তিত রাখা হলো) উভয়েই মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় নেশনস (আসিয়ান) সম্মেলনে যোগ দেবেন। তবে ট্রাম্প জানিয়েছেন, সম্মেলনে তাঁর ট্রুডোর সঙ্গে সাক্ষাতের কোনো পূর্বনির্ধারিত সূচি নেই। ট্রাম্পের দাবি, ওই বিজ্ঞাপনে দুইবারের প্রেসিডেন্ট রিগানের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।