জোর বাড়াচ্ছে ক্যাটাগরি ৪ হারিকেন মেলিসা, বিরাট ঢেউ নিয়ে জামাইকার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় – এবেলা

এবেলা ডেস্কঃ
কিংস্টন, ২৭ অক্টোবর: ক্যারিবিয়ান সাগরে ক্রমশই আরও ভয়ংকর রূপ নিচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মেলিসা’। বর্তমানে ক্যাটাগরি ৪-এ অবস্থান করে এটি দ্রুত জামাইকার দিকে ধেয়ে আসছে। এখনও ল্যান্ডফল না হলেও, ঘূর্ণিঝড়ের ভয়াবহতা দ্বীপরাষ্ট্রটির মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।
আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, হারিকেন মেলিসার বাতাসের সর্বোচ্চ গতিবেগ বর্তমানে ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার। এর প্রভাবে সমুদ্র ভয়ংকরভাবে উত্তাল হয়ে উঠেছে এবং উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ছে বিরাট বিরাট ঢেউ।
আবহাওয়াবিদদের ধারণা, মেলিসা জামাইকায় আছড়ে পড়া শক্তিশালী হারিকেনগুলির মধ্যে অন্যতম হতে পারে এবং এর বিধ্বংসী ক্ষমতা যথেষ্ট বেশি। এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক বৃষ্টি, বন্যা, ভূমিধস এবং পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে মেলিসার প্রভাব আরও বেশি দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করা হচ্ছে।