সিএএ আবেদন নিয়ে শান্তনু ঠাকুরের মন্তব্যে নতুন বিতর্ক: মতুয়া ভোট কি হাতছাড়া হচ্ছে বিজেপির? – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর (Special Intensive Revision of Electoral Roll) ঘোষণার ঠিক আগে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং মতুয়া ভোট নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। কেন্দ্রীয় মন্ত্রী এবং মতুয়া মহাসঙ্ঘের নেতা শান্তনু ঠাকুর সম্প্রতি মতুয়া সম্প্রদায়ের প্রতি দ্রুত সিএএ-র জন্য আবেদন করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে ভোটার তালিকা থেকে নাম কাটা গেলেও পরে তা ফের যোগ করা যেতে পারে।

শান্তনু ঠাকুরের এই মন্তব্যের পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রী আসলে ‘শাক দিয়ে মাছ ঢাকার’ চেষ্টা করছেন। তাঁর বক্তব্য, এই মন্তব্যের মাধ্যমে শান্তনু ঠাকুর মতুয়াদের মধ্যে তৈরি হওয়া সংশয়কে বাড়িয়েই তুললেন।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের ফলে বনগাঁ এবং নদীয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ মতুয়া ভোট হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। সিএএ আবেদন নিয়ে তাঁর এই অনুরোধ তৃণমূলকে নতুন করে আক্রমণের সুযোগ করে দিল বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *