বিশাল রদবদল রাজ্য প্রশাসনে, ভোটের আগে ১০ জেলাশাসকসহ ৫৭ আধিকারিককে সরাল নবান্ন – এবেলা

এবেলা ডেস্কঃ
ভোটার তালিকার নিবিড় সংশোধনের (SIR) প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের বড় ঘোষণার ঠিক আগে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এক ধাক্কায় মোট ৫৭ জন পদস্থ আধিকারিককে বদলি করা হয়েছে। সাম্প্রতিককালে এত সংখ্যক আধিকারিকের বদলি নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
নবান্ন সূত্রে খবর, এই রদবদলে মোট ১০ জন জেলাশাসককে সরানো হয়েছে। এছাড়াও ২২ জন অতিরিক্ত জেলাশাসক, ১৫ জন মহকুমা শাসক এবং ১০ জন অফিসার অন স্পেশ্যাল ডিউটির আধিকারিক বদলির তালিকায় রয়েছেন।
বদল হওয়া জেলাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, মালদহ এবং বীরভূম। বদলি হওয়া আধিকারিকদের অধিকাংশই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস)-এর সদস্য। এই রদবদলের পর রাজ্যের সমস্ত জেলায় জেলাশাসকের পদে এখন থেকে শুধু আইএএস কর্মকর্তারাই থাকবেন।
নবান্নের পক্ষ থেকে বদলির সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও, একটি সূত্র বলছে, নির্বাচনের আগে একই পদে টানা তিন বছর থাকা আধিকারিকদের নিয়মানুযায়ী বদলি করা হয়েছে। তবে অনেকের মতে, বিকেলে নির্বাচন কমিশনের এসআইআর সংক্রান্ত ঘোষণার আগে প্রশাসনের ওপরমহলে এই রদবদল করা হল।
একলপ্তে এতজন জেলাশাসক এবং উচ্চপদস্থ আধিকারিক বদলির পর এবার জেলা পুলিশ সুপারদেরও (SP) একইভাবে সরানো হবে কিনা, তা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এই বদলির ফলে ডব্লিউবিসিএস (WBCS) অফিসারদের মধ্যে কিছুটা ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও জানা যাচ্ছে।