বাবরি মসজিদের শিলান্যাস ৬ ডিসেম্বর, সৌদি ইমামকে হেলিকপ্টারে আনার ঘোষণা TMC বিধায়ক হুমায়ুন কবীরের – এবেলা

এবেলা ডেস্কঃ
বেলডাঙা: ফের একবার বিতর্কিত মন্তব্য এবং নতুন ঘোষণা দিয়ে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বছরখানেক আগে বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের যে ঘোষণা তিনি করেছিলেন, এবার সেই বিষয়েই নতুন তারিখ জানালেন।
বিধায়ক হুমায়ুন কবীর ঘোষণা করেছেন, আগামী ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস হবে। তাঁর দাবি, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সৌদি আরব থেকে একজন ইমাম উপস্থিত থাকবেন।
সৌদি ইমামের জন্য অস্থায়ী হেলিপ্যাড
হুমায়ুন কবীর আরও জানিয়েছেন, সৌদি আরবের ওই ইমাম কলকাতা বিমানবন্দরে নামার পর তাঁকে সরাসরি হেলিকপ্টারে করে বেলডাঙায় নিয়ে যাওয়া হবে। এই কারণে অনুষ্ঠানস্থলের কাছেই একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হবে। বিধায়ক বলেন, “সৌদি আরব থেকে ইমাম আসবেন। কলকাতা বিমানবন্দরে নামার পর সরাসরি হেলিকপ্টারে বেলডাঙা পৌঁছবেন। তাই এখন থেকেই হেলিপ্যাডের কাজ শুরু করতে হবে।”
দেশজুড়ে আর্থিক সাহায্যের দাবি
বিধায়কের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই মসজিদ নির্মাণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তিনি বলেন, “রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষজন বাবরি মসজিদ তৈরির জন্য এগিয়ে এসেছেন। জম্মু-কাশ্মীর থেকেও অনেকে সাহায্য করতে চেয়েছেন।”
দলের অস্বস্তিতে অনড় হুমায়ুন
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে বারবার দলের অস্বস্তি বাড়িয়েছেন হুমায়ুন কবীর। বিতর্কের কেন্দ্রে থাকলেও তিনি নিজের অবস্থানে অনড়। তিনি জানান, “৩০ বছর কংগ্রেস করেছি। নিজের আত্মসম্মান রক্ষার জন্যই দল ছেড়েছিলাম।” কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তিনি বারবার বিতর্কের জন্ম দিয়েছেন।
আপাতত তিনি ২ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সরকারি সফরে দার্জিলিং যাবেন এবং ফিরে এসে আবার নিজের বক্তব্য জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই ঘোষণা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে গুঞ্জন শুরু করেছে।