ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে ম্যাচ টাইমিং বদলে গেল! কখন থেকে শুরু সূর্যকুমারদের লড়াই? – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৫ ম্যাচের আন্তর্জাতিক টি-২০ সিরিজ শুরু হচ্ছে আগামী ২৯ অক্টোবর থেকে, যা চলবে নভেম্বর মাসের ৮ তারিখ পর্যন্ত। একদিনের সিরিজে ভারতীয় দল পরাজিত হলেও, কুড়ি-কুড়ির ফর্ম্যাটে সূর্যকুমার যাদবের (অধিনায়ক) নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে টিম ইন্ডিয়া।
গুরুত্বপূর্ণ বিষয় হল, অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া এই টি-২০ সিরিজের ম্যাচগুলির সময়সূচিতে বদল আনা হয়েছে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলি ভারতীয় সময় অনুসারে সকাল ৯টায় শুরু হলেও, টি-২০ সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা বেজে ৪৫ মিনিটে (১:৪৫)। অর্থাৎ, ক্রিকেটপ্রেমীরা দুপুর পৌনে ২টো থেকে সরাসরি ম্যাচ দেখতে পাবেন। টস হবে তার ঠিক আধঘণ্টা আগে— দুপুর ১টা বেজে ১৫ মিনিটে।
ওয়ানডে সিরিজের তুলনায় সময় বদলে যাওয়ায় ভারতীয় দর্শকদের জন্য ম্যাচ দেখার সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ এই ম্যাচের সমাপ্তি ঘটবে।
ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
| ম্যাচ | তারিখ | স্থান | ভারতীয় সময় (IST) |
| প্রথম টি-২০ | ২৯ অক্টোবর | ক্যানবেরা | দুপুর ১:৪৫ |
| দ্বিতীয় টি-২০ | ৩১ অক্টোবর | মেলবোর্ন | দুপুর ১:৪৫ |
| তৃতীয় টি-২০ | ২ নভেম্বর | হোবার্ট | দুপুর ১:৪৫ |
| চতুর্থ টি-২০ | ৬ নভেম্বর | গোল্ড কোস্ট | দুপুর ১:৪৫ |
| পঞ্চম টি-২০ | ৮ নভেম্বর | ব্রিসবেন | দুপুর ১:৪৫ |
পাঁচ ম্যাচের এই সিরিজে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলে একাধিক তরুণ ক্রিকেটারকে দেখা যাবে।