রাজনৈতিক উত্তাপের মাঝেই বড় রদবদল, ১০ জেলায় নতুন জেলাশাসক; তালিকায় অনুব্রত, শুভেন্দুর এলাকা – এবেলা

এবেলা ডেস্কঃ
এসআইআর ঘোষণার আগে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনে বড় ঝাঁকুনি। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে একলপ্তে ৬৪ জন আধিকারিককে বদলি করা হয়েছে। এই রদবদলে রাজ্যের ১০টি জেলার জেলাশাসককে পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর এবং অনুব্রত মণ্ডলের বীরভূমও রয়েছে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, ঝাড়গ্রাম এবং দার্জিলিং—এই দশটি জেলার জেলাশাসক পদে পরিবর্তন আনা হয়েছে।
হিডকোর ম্যানেজিং ডিরেক্টর শশাঙ্ক শেঠিকে উত্তর ২৪ পরগনার জেলাশাসক করা হয়েছে। বর্তমান জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তকে নিয়ে আসা হয়েছে কলকাতা কর্পোরেশনের কমিশনার পদে। কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মীনাই এখন দক্ষিণ ২৪ পরগনার নতুন জেলাশাসক।
মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্রকে হিডকোর এমডি এবং মালদহের জেলাশাসক নীতীন সিংহানিয়াকে মুর্শিদাবাদের জেলাশাসক করা হয়েছে। পুরুলিয়ার জেলাশাসক ড. রজত নন্দা হলেন পর্যটন বিভাগের ডিরেক্টর। তাঁর স্থলাভিষিক্ত হলেন হলদিয়া ডেভেলপমেন্টের সিইও কোন্থাম সুধীর।
কলকাতা কর্পোরেশনের কমিশনার ধবল জৈন দায়িত্ব নিলেন বীরভূমের জেলাশাসক হিসেবে। তিনি বিধান চন্দ্রের জায়গা নিলেন, যিনি খাদ্য ও সরবরাহ দফতরের বিশেষ সচিব হলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের বিশেষ সচিব ইউনিস রিসিন ইসমাইলকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক করা হয়েছে।
এছাড়াও শিল্প, বাণিজ্য দফতরের বিশেষ সচিব রাজু মিশ্র হলেন কোচবিহারের জেলাশাসক। বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্করকে ঝাড়গ্রামের এবং উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক মণীশ মিশ্রকে দার্জিলিংয়ের জেলাশাসক করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝিকে পুর ও নগরোন্নয়ন দফতরের বিশেষ সচিব করা হয়েছে।
১০টি জেলাশাসক বদলের পাশাপাশি বিভিন্ন বিভাগীয় সচিব, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসক পদেও ব্যাপক রদবদল করা হয়েছে। উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম এবং উত্তর ২৪ পরগনার একাধিক মহকুমাতেও নতুন মহকুমাশাসক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি একাধিক জেলায় অতিরিক্ত জেলাশাসকও বদল করা হয়েছে।