চমক ঘূর্ণিঝড় ‘মন-থা’র! চাষিরা কেন জমিতে জল দিতেও ভয় পাচ্ছেন? – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
ঘূর্ণিঝড় ‘মন-থা’ এবং বৃষ্টির পূর্বাভাসে দক্ষিণবঙ্গের আলুচাষিদের কপালে চিন্তার ভাঁজ। অন্ধ্র উপকূলে ফুঁসলেও বাংলায় এর প্রভাবের শঙ্কায় অনেকে আলু বসানো বা জমিতে সেচ দেওয়া স্থগিত রেখেছেন। বৃষ্টিতে বীজ নষ্টের আশঙ্কায় মুর্শিদাবাদের আগাম আলুচাষিরাও আপাতত অপেক্ষা করছেন। ক্ষতির আশঙ্কায় চাষিদের ঘুম উড়েছে।