চাকরির দিনে ‘চাঁদা’ না দেওয়ায় সিডিপিওকে রাস্তায় ফেলে মার, নিস্ক্রিয়তার অভিযোগ গ্রিন পুলিশের বিরুদ্ধে – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
পূজোর চাঁদা দিতে অস্বীকার করায় পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সিডিপিও সুজন দাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে ‘যুবগোষ্ঠী’ ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। নাবালিকার বিয়ে বন্ধ করতে যাওয়ার পথে রাজচক বাস স্ট্যান্ডে এই হামলা হয়। ক্লাব সদস্যরা মারধর করে বলে অভিযোগ সিডিপিওর। তাঁর অভিযোগ, ঘটনার সময় এক গ্রিন পুলিশ কর্মী উপস্থিত থাকলেও কোনো সহযোগিতা করেননি। থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মহিষাদল থানা।