আয়ুষ্মান-রাশমিকার ছবিতে বালুরঘাটের ছেলে, এক ফোনে কীভাবে মুম্বইয়ে উড়ান? – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউড সিনেমা ‘থামা’-য় গান গেয়ে তাক লাগালেন বালুরঘাটের সৌম্যদীপ সরকার। আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানার ছবিতে তাঁর গাওয়া ‘রহে না রহে হাম’ গানটি এখন শ্রোতাদের মুখে মুখে। একটি রিয়্যালিটি শো-র দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার পরই সঙ্গীত পরিচালক শচীন-জিগারের কাছ থেকে আসে সেই ফোন, যা সৌম্যদীপের ভাগ্য বদলে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *