চন্দননগর যাত্রা! বৃষ্টি আসার আগেই কেন দলে দলে ছুটছে কলকাতা? – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
হাওড়া স্টেশন থেকে তড়িঘড়ি ব্যান্ডেল লোকালে চন্দননগরের পথে কলকাতা। রবিবার, পঞ্চমী তিথিতেও উপচে পড়া ভিড়। পুজোয় বৃষ্টির ভ্রূকুটি থাকায় আগেভাগে জগদ্ধাত্রী দর্শন সারতে চাইছেন সকলে। তরুণ-তরুণী থেকে বাবা-মায়েরাও ভিড় জমিয়েছেন, অনেকেই প্রথমবার যাচ্ছেন। রুট ম্যাপ জানতে স্মার্টফোনে চোখ বা স্থানীয়দের সাহায্য নিচ্ছেন তাঁরা।