জনরোষ এড়াতে গভীর রাতে খুনের পুনর্নির্মাণ – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
চার বছরের প্রত্যুষা কর্মকার খুনে ধৃত দাদু প্রণব ভট্টাচার্যকে নিয়ে এল সোনারপুর থানার পুলিশ। জনরোষ ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় শনিবার গভীর রাতে কোদালিয়ার কদমতলার বাড়িতে অতি গোপনে চলে ঘটনার পুনর্নির্মাণ। প্রায় আধ ঘণ্টা ধরে অভিযুক্ত হাতেকলমে দেখান কীভাবে তিনি নাতনিকে খুন করেছেন। এই কাজে স্তম্ভিত হন পুলিশকর্মীরা।