বালুরঘাটের ঘাটে ছট উৎসবের উন্মাদনা, কেন নিরাপত্তা নিয়ে জোর তৎপরতা প্রশাসনের? – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট, সোমবার: ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে বালুরঘাটে পালিত হচ্ছে ছটপুজো। আত্রেয়ী নদীর বিভিন্ন ঘাটে সকাল থেকেই ছটব্রতীদের উপচে পড়া ভিড়। সূর্যদেবের আরাধনায় মহিলারা উপবাসে থেকে পূজা সামগ্রী সাজিয়ে রেখেছেন। জল বেশি থাকায় আত্রেয়ীর ঘাটগুলিতে নিরাপত্তা নিশ্চিতে সিভিল ডিফেন্স, পুলিশ, স্পিডবোট ও অস্থায়ী মেডিক্যাল সহায়তা কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন ও পুরসভা। বিকেলে সূর্যাস্তে ও ভোরে সূর্যোদয়ে চলবে মূল আরাধনা।