বাম ভোটারদের উৎখাত করতেই কি রাজ্যে ‘SIR’ প্রকল্প? বিস্ফোরক দাবি চন্দন সেনের – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
বামপন্থি বুদ্ধিজীবী চন্দন সেনের বিস্ফোরক অভিযোগ, সারা দেশে ভুয়ো ভোটার শনাক্তকরণের নামে ‘SIR’ আসলে বাম-কংগ্রেস জোটকে দুর্বল করার উদ্দেশ্যে তৃণমূল-বিজেপির পরিকল্পিত আঁতাত। তাঁর দাবি, এটি NRC-এর অংশ, যেখানে মূলত বাম সমর্থক ও দলিত-মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। ব্যক্তিগত লাভ ও রাজনৈতিক স্বার্থে এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করা হচ্ছে বলে তিনি মত প্রকাশ করেন।