এসআইআর নিয়ে হঠাৎ বড় ঘোষণা – এবেলা

এবেলা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্প্রতি এসআইআর (Special Summary Revision) প্রক্রিয়া নিয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, যা সংশ্লিষ্ট রাজ্যের ভোটারদের মনে কৌতূহল জাগিয়েছে। কমিশনার জানিয়েছেন, এসআইআর শুরু হওয়ার সময় প্রথমে আবেদনপত্র (এনিউমেরাশন ফর্ম) প্রিন্ট করা হবে।

সবচেয়ে বড় খবর হলো, যে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হবে, সেখানকার ভোটার তালিকা সোমবার রাত ১২টার পর ‘ফ্রিজ’ বা স্থবির করে দেওয়া হবে। এর অর্থ, নির্দিষ্ট সময়কালের জন্য তালিকায় আর কোনো পরিবর্তন করা যাবে না।

এরপরই BLO-রা (বুথ লেভেল অফিসার) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এনিউমেরাশন ফর্ম তুলে দেওয়ার কাজ শুরু করবেন। জ্ঞানেশ কুমার আরও জানিয়েছেন, সঠিক তথ্য সংগ্রহের জন্য একজন BLO একটি বাড়িতে মোট তিন বার যাবেন। ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ পদক্ষেপে কী প্রভাব পড়তে চলেছে, তা জানতে উৎসুক সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *