শ্যামপুকুর হত্যাকাণ্ড: স্ত্রীকে খুন করে ‘নিখোঁজ’ স্বামীর আত্মসমর্পণ, ভুয়ো সুইসাইড নোটের রহস্য – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর কলকাতার শ্যামপুকুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় নাটকীয় মোড়। স্ত্রীর ‘আত্মহত্যা’র পর থেকেই নিখোঁজ থাকা স্বামী অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়েছে, আত্মহত্যা নয়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। ফলে উদ্ধার হওয়া ‘সুইসাইড নোট’টি ভুয়ো বলেই মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম পূজা পুরকাইত। দিন দুয়েক আগে শ্যামপুকুর থানার অন্তর্গত ডিসপেনসারি লেনের বাড়ি থেকে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার হয়। দ্রুত নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করা হলেও, পূজার মায়ের খুনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে একটি সুইসাইড নোট পাওয়া যায়, যেখানে লেখা ছিল, “আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” কিন্তু পূজার স্বামী সুমিত পুরকাইত নিখোঁজ থাকায় এবং নোটে বহুবচন ব্যবহার হওয়ায় রহস্য ঘনীভূত হয়। এর মধ্যেই ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত হয় যে পূজাকে খুন করা হয়েছে।

রবিবার রাতে সুমিত পুরকাইত নিজেই শ্যামপুকুর থানায় আত্মসমর্পণ করেন। তিনি পুলিশকে জানান, স্ত্রীর ‘আত্মহত্যা’র পর তিনিও আত্মহত্যা করার পরিকল্পনা করেছিলেন এবং সুইসাইড নোটটি তিনিই লিখেছিলেন। কিন্তু পরে তিনি তাঁর পরিকল্পনা বাতিল করে থানায় আসেন।

তবে পুলিশ মনে করছে, এটি সাজানো ঘটনা হতে পারে। স্ত্রীকে খুন করে আত্মহত্যার গল্প সাজিয়ে অপরাধ চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভুয়ো সুইসাইড নোটটি কেন লেখা হলো এবং স্ত্রীকে খুন করে সুমিত কেন তা ঘরে ফেলে গেলেন, সে সব দিকও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *