কোটি টাকার দাবিতে স্বামী-স্ত্রীর বিচ্ছেদ! তরুণীর জালে কানপুরের যুবক, তারপর কী হলো? – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রদেশের কাটনি জেলার এক চাঞ্চল্যকর ‘হানি ট্র্যাপ’ (Honey Trap) ঘটনার অভিযোগকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে। কানপুরের এক বিবাহিতা মহিলা তাঁর স্বামীকে ফাঁদে ফেলার অভিযোগ এনেছেন কাটনির এক তরুণীর বিরুদ্ধে। সবচেয়ে বড় প্রশ্ন হলো— স্বামীকে মুক্তি দিতে ওই তরুণী নাকি দাবি করেছেন ২ কোটি টাকা! স্বামীর খোঁজে এবং এই পুরো ঘটনার বিচার পেতে এখন দ্বারে দ্বারে ঘুরছেন ওই মহিলা।

কানপুর দেহাটের বাসিন্দা কল্পনা মিশ্রা নামের ওই মহিলা অভিযোগ করেছেন, কাটনির রঙ্গনাথ নগর থানা এলাকার এক তরুণী, যার নাম রোশনি, তাঁর স্বামী আশুতোষ মিশ্রাকে চতুরতার সঙ্গে প্রেমের ফাঁদে ফেলেছেন। কল্পনার দাবি, ওই তরুণী এখন তাঁর স্বামীকে ছাড়তে ২ কোটি টাকা দাবি করছেন।

কী বলছে পরিবার?

স্বামীকে ফিরে পেতে কল্পনা মিশ্রা তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে শনিবার কাটনি পৌঁছান। সেখানে তাঁরা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সন্তোষ ডেহরিয়ার সঙ্গে দেখা করে পুরো বিষয়টি লিখিতভাবে জানান।

কল্পনা জানিয়েছেন, প্রায় ১১ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের আট বছরের একটি মেয়েও আছে। কিন্তু গত চার বছর ধরে কাটনির ওই তরুণী রোশনি তাঁর স্বামীর সঙ্গে থাকতে শুরু করেন। এতে তাঁদের স্বাভাবিক পারিবারিক জীবনে চরম সমস্যা দেখা দেয়।

কল্পনা মিশ্রার অভিযোগ, রোশনি তাঁকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, “২ কোটি টাকা দাও, তবেই স্বামীকে ছাড়ব। তুমি তো পারবে না, আর তাকে ছাড়াতেও পারবে না।”

পুলিশের আশ্বাস, কিন্তু এফআইআর নিয়ে প্রশ্ন!

প্রাথমিকভাবে কল্পনা মিশ্রা কানপুর এবং কাটনি পুলিশে অভিযোগ জানালেও, তাঁর দাবি কোনো থানাই FIR নথিভুক্ত করেনি। পুলিশ নাকি এখন বলছে, প্রথমে নিজের এলাকায় অভিযোগ দায়ের করতে হবে, তারপর সাহায্য করা হবে।

অন্যদিকে, এএসপি সন্তোষ ডেহরিয়া জানিয়েছেন, তিনি ব্রাহ্মণন্দ মিশ্র এবং তাঁর পুত্রবধূ কল্পনার আবেদন সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দিয়েছেন। এএসপি নিশ্চিত করেছেন, অভিযোগকারীরা জানিয়েছেন যে তাঁদের ছেলে ফোন ধরছেন না এবং কাটনির ওই তরুণীর সঙ্গে থাকছেন। তিনি আরও জানান, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত তথ্য যাচাই করার পরেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে টাকা চাওয়ার অভিযোগ সম্পর্কে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে তিনি জানান।

তদন্তে কী উঠে আসে এবং ২ কোটি টাকার এই রহস্যের সমাধান হয় কি না, সেদিকেই এখন নজর রয়েছে সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *