বাজি বিতর্ক: ‘স্ত্রীকে সামলান শাহিদ কাপুর’, মীরা রাজপুতকে চরম বার্তা দিয়ে নেটিজেনের আক্রমণ – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
দীপাবলির আবহে বাজি না পোড়ানোর বার্তা দেওয়ায় নেটপাড়ার তীব্র রোষানলে শাহিদপত্নী মীরা রাজপুত। ‘প্রচলিত বিশ্বাসে আঘাতের’ অভিযোগে জনৈক আইনজীবী মীরাকে ট্যাগ করে প্রকাশ্যে স্বামীকে উদ্দেশ্য করে লিখেছেন, “মিস্টার শাহিদ কাপুর, নিজের স্ত্রীকে সামলান। প্রতিবার এই বাকযুদ্ধ কেন?” তাঁর বক্তব্য, বাজি পোড়ানো বহু প্রজন্মের ঐতিহ্য। বেছে বেছে দিওয়ালির দিন সচেতনতার পাঠ দেওয়া কেন?