অযোগ্যদের নিয়ে বড় কথা নির্বাচন কমিশন-র – এবেলা

এবেলা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, ভোটার তালিকায় যেন কোনওভাবেই অযোগ্যদের নাম আর না ঢোকে, তা নিশ্চিত করার দায়িত্ব এনরোলমেন্ট রেজিস্ট্রেশন অফিসারদের (ERO)।
কমিশনার বলেন, এই বিষয়ে নির্বাচন কমিশন (EC) খুবই সতর্ক। কমিশনের নতুন নির্দেশিকা অনুসারে, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, তাঁরা প্রথমে জেলাশাসককে জানাতে পারবেন। এরপর সংশোধনী বা সংযোজনের জন্য তাঁরা ফর্ম ৬, ৭ বা ৮ পূরণ করতে পারবেন।
এছাড়া, যেসব নাগরিকের বয়স সদ্য ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের নাম অন্তর্ভুক্ত করতে বুথ লেভেল অফিসাররা (BLO) সক্রিয় ভূমিকা নেবেন। ১৮ বছর পূর্ণ হওয়া ভোটারদেরও ফর্ম ৬ পূরণ করে তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করবেন BLO-রা।
এই সমস্ত কাজ শেষ হওয়ার পর কম্পিউটার ম্যাচিং এবং ম্যাপিংয়ের মাধ্যমে ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এই প্রক্রিয়ার মূল লক্ষ্য—একটি ত্রুটিমুক্ত ও নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করা।