পথকুকুর নিয়ে রাজ্যগুলিকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ
পথকুকুর নিয়ন্ত্রণ এবং পশু জন্ম নিয়ন্ত্রণ বিধি (২০২৩) কার্যকর করার ক্ষেত্রে ব্যর্থতার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, বেওয়ারিশ কুকুর সংক্রান্ত নতুন আইন অর্থাৎ পশু জন্ম নিয়ন্ত্রণ বিধি (২০২৩) প্রয়োগের বিষয়ে পশুপালন দফতর ও স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় রিপোর্ট জমা পড়েনি।
এই গুরুত্বপূর্ণ বিষয়ে নিষ্ক্রিয়তার জন্য শীর্ষ আদালত কার্যত সকলকেই দোষারোপ করেছে। বিচারপতিরা বিশেষভাবে সতর্ক করে বলেছেন, পথকুকুর সংক্রান্ত ভীতি দূর করে মানুষের জীবন সুরক্ষিত করার কাজে যদি কোনও রকম ঢিলেমি দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট রাজ্যের শীর্ষ আমলাদের এর জন্য ব্যক্তিগতভাবে দায় নিতে হবে। সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলে মনে করা হচ্ছে।