৫০-এর পরেও কুড়ির তারুণ্য মহুয়ার, কেন তাঁর টিফিন কেউ খেতে চায় না ফাঁস করলেন সাংসদ – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বয়সকে হার মানানো ফিটনেসের রহস্য ফাঁস। তিনি জানান, লাঞ্চে রোজ ডাল আর ঢেঁড়সের তরকারি খান, যা কেউই খেতে চান না। এই কম ক্যালোরিযুক্ত, ফাইবার সমৃদ্ধ খাবারই তাঁর স্বাস্থ্য এবং সারাদিনের দৌড়ঝাঁপের অফুরন্ত শক্তির উৎস।