মৃত্যুর পরেও শরীরের কোন অঙ্গ ১০ বছর বেঁচে থাকে? অনেকেই জানেন না – এবেলা

এবেলা ডেস্কঃ

আমাদের সকলের জানা যে আজকাল যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলি জেনে রাখা জরুরী। কারণ এগুলি না জানলে সরকারি চাকরি আশা করাই যায় না। তাই এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ ভারতের প্রথম কোন রাজ্যটি ভাষা ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ (১৯৫৩ সাল)।

২) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে এক ফোঁটাও পানীয় জল নেই?
উত্তরঃ সৌদি আরব একমাত্র দেশ যেখানে নদী, পুকুর, হ্রদ এবং জলপ্রপাত নেই। দেশটি তেল বিক্রি করে বিপুল পরিমাণ আয় করলেও বড় অংশ ব্যয় করে সমুদ্রের নোনা জলকে পানের উপযোগী করে তোলার জন্য।

৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় নারী সংখ্যা বেশি?
উত্তরঃ কেরালায়, যেখানে প্রতি ১০০০ জন পুরুষে ১০৮৪ জন নারী রয়েছে।

৪) প্রশ্নঃ একজন স্বাভাবিক মানুষের মস্তিষ্কের ওজন কত হয়?
উত্তরঃ প্রায় ১.৫ কেজি।

৫) প্রশ্নঃ ১ থেকে ১০০ গণনা করার সময় ১ সংখ্যাটি কতবার থাকে?
উত্তরঃ ২১ বার।

৬) প্রশ্নঃ কোন কো ম্পা নির বিশ্বের প্রথম মোবাইল তৈরি করেছিল?
উত্তরঃ মটোরোলা কো ম্পা নি।

৭) প্রশ্নঃ শরীরের কোন অংশ জন্মের পরে সে আর মৃত্যুর আগে চলে যায়?
উত্তরঃ দাঁত মানব দেহের সেই অংশ যা জন্মের পরে আসে আর বৃদ্ধ বয়সে মৃত্যুর আগে চলে যায়।

৮) প্রশ্নঃ থার্মোমিটার কোন দেশে আবিষ্কৃত হয়েছিল?
উত্তরঃ থার্মোমিটার ১৫৯৩ সালে বিখ্যাত ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করেছিলেন।

৯) প্রশ্নঃ ভারতের কোন গ্রামে গরুর দুধ বিক্রি করা অপরাধ?
উত্তরঃ মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার গাওলি নামে একটি গ্রাম রয়েছে, যেখানকার লোকেরা নিজেদের শ্রীকৃষ্ণের বংশধর বলে মনে করে তাই তারা দুধ বিক্রি করাকে পাপ মনে করে।

১০) প্রশ্নঃ মৃত্যুর পরেও শরীরের কোন অংশ ১০ বছর বেঁচে থাকে?
উত্তরঃ হৃদপিন্ডের যে ভাল্বগুলি হৃদযন্ত্রকে পরিচালনা করে, তা ১০ বছর বাঁচিয়ে রাখা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *