মহারাষ্ট্রের জার্সিতে পৃথ্বী শ-র ডবল সেঞ্চুরি, নির্বাচকদের কড়া বার্তা? – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
রঞ্জি ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে ১৪১ বলে ২২২ রানের বিধ্বংসী ইনিংস খেলে রেকর্ড গড়লেন পৃথ্বী শ। মহারাষ্ট্রের হয়ে খেলা এই তারকা রঞ্জি ইতিহাসে তৃতীয় দ্রুততম ডবল সেঞ্চুরিটি করেন। তাঁর ইনিংসে ছিল ২৮টি চার ও ৩টি ছয়। ফিটনেসের কারণে মুম্বই থেকে বাদ পড়া পৃথ্বীর এই পারফরম্যান্স জাতীয় নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে।