স্টার জলসা থেকে কেন বাদ পড়লেন শঙ্কর চক্রবর্তী – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
থিয়েটারের প্রতি ভালোবাসাই কাল! জনপ্রিয় ডেইলি সোপের কাজ হাতছাড়া হলো অভিনেতা শঙ্কর চক্রবর্তীর। একসঙ্গে একাধিক নাটকের মহড়া চলায় সিরিয়ালের তারিখের সঙ্গে তা মেলানো সম্ভব হচ্ছিল না। লুক সেট হয়েও সেই চরিত্রটি ছাড়তে বাধ্য হন তিনি। অভিনেতার কথায়, চরিত্র অভিনেতারা সিনেমা বা সিরিজে কাজ করলে নাকি ১০ হাজারের বেশি দেওয়া হয় না। তিন লোন এবং অর্থনৈতিক টানাপোড়েনের কথা জানান তিনি।