পালিয়ে যাওয়ার সময় বোনকে ধরলেন দাদা! প্রেমিকের মাথায় ইঁট মারার পর দাদার এক চরম দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের হরিদ্বার সংলগ্ন মাঙ্গলাউর হাইওয়েতে যা ঘটল, তা যেন কোনও সিনেমার চিত্রনাট্য। এক সাধারণ বিকেলেই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। অভিযোগ, নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে বোনকে ধরে ফেলেন দাদা। তারপরের ঘটনা আরও চাঞ্চল্যকর!
ঠিক কী ঘটেছিল?
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভাই তাঁর বোনকে প্রকাশ্যে আটকেছেন। অভিযোগ, তিন বছরের সম্পর্কের পর বোন তাঁর প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলেন। এই ঘটনা জানতে পেরেই দাদা দ্রুত তাঁদের পথ আটকান। এক গরম বিতণ্ডা শুরু হয়।
বিবাদের কেন্দ্রে ছিল একটিই দাবি। ভাইরাল হওয়া তথ্য অনুযায়ী, ক্ষুব্ধ দাদা তাঁর বোন ও প্রেমিককে স্পষ্ট জানিয়ে দেন, হয় তাঁরা তাড়াতাড়ি বিয়ে করুন, নয়তো সম্পর্ক এখানেই শেষ করুন। কিন্তু পরিস্থিতি তখন আরও জটিল হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে, এই তীব্র বিতণ্ডার মধ্যেই সেই প্রেমিক আচমকা নিজের মাথায় ইট দিয়ে আঘাত করেন! এতে আশেপাশের লোকজন স্তম্ভিত হয়ে যান।
ঘটনাস্থল ছিল একটি খাবারের দোকানের সামনে। ভিড় জমে যেতেই দোকানের মালিকও রেগে গিয়ে ভাই-বোনকে তাঁদের ব্যাগ ফিরিয়ে দিয়ে এলাকা ছাড়তে বলেন। গোটা ঘটনাটি অনেকে ফোনে রেকর্ড করেন এবং সেই ভিডিওই এখন সামাজিক মাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে।
Drama on Mangalore Highway, Haridwar: Girlfriend stopped by brother from leaving with boyfriend. Boyfriend hit himself with a brick. Brother claims 3-yr illicit relationship, demands marriage or breakup. pic.twitter.com/LJd3TqM0H4
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 24, 2025
পোস্টটি শেয়ার করার পর থেকেই অনলাইনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অধিকাংশ ব্যবহারকারীই দাদার এই অবস্থানে সমর্থন জানিয়েছেন। কেউ লিখেছেন, “ভাই হিসেবে দাবিটা একেবারে সঠিক ছিল: হয় বিয়ে নয়তো বিচ্ছেদ।” এই মুহূর্তের ভিডিওটি ইতিমধ্যেই ৩.৭ লাখের বেশি ভিউ পেরিয়ে গেছে, যা এই পারিবারিক বিবাদকে চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমের সবচেয়ে আলোচিত ড্রামায় পরিণত করেছে।