মিরিক-শিলিগুড়ি যোগাযোগ ফিরল, খুলে গেল বালাসন নদীর ওপরের বিকল্প সেতু! – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
উত্তরবঙ্গে ভূমিধসের কয়েক সপ্তাহ পর স্বস্তি। দার্জিলিং জেলার দুধিয়ায় বালাসন নদীর ওপর তৈরি বিকল্প হাম পাইপ সেতুটি যান চলাচলের জন্য আবার খুলে দেওয়া হয়েছে। এর ফলে মিরিক-শিলিগুড়ি রুটে গুরুত্বপূর্ণ সংযোগ ফিরল। আপাতত ১০ টন পর্যন্ত ওজনের যান চলাচল করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত এই সেতু তৈরি হয়েছে।