ঘূর্ণিঝড় মোন্থা ধেয়ে আসছে, মঙ্গলবারে আছড়ে পড়ার প্রবল শঙ্কা – এবেলা

এবেলা ডেস্কঃ

ঘূর্ণিঝড় মোন্থা দ্রুত গতি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকালে ‘প্রবল’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে রাতেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানবে। ওই দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় দুর্যোগ, হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে দুই উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *