SIR ফর্ম পূরণে কী কী ডকুমেন্ট লাগবে? ফাঁস হলো চমকপ্রদ তালিকা, না জানলে ফর্ম বাতিল! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য চালু হওয়া এসআইআর (SIR) ফর্ম পূরণের ক্ষেত্রে ঠিক কী কী নথি প্রয়োজন, তা নিয়ে তৈরি হয়েছে এক বিরাট কৌতূহল। আপনার হাতে থাকা কোন পরিচয়পত্র বা প্রমাণপত্র এই গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার করা যাবে, তা জানতে আগ্রহী অনেকেই। অবশেষে সেই তথ্যের সম্পূর্ণ তালিকা প্রকাশ্যে এসেছে।
সূত্রের খবর অনুযায়ী, এসআইআর-এর জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথিকে গ্রাহ্য করা হবে। এইগুলির মধ্যে রয়েছে—
- কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী বা পেনশনভোগীর পরিচয়পত্র।
- ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি বা প্রশাসনের নথি— তবে তা অবশ্যই ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগেকার হতে হবে।
- জন্ম শংসাপত্র (Birth Certificate)।
- পাসপোর্ট (Passport)।
- মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত শংসাপত্র (Educational Certificates)।
- রাজ্য সরকারের দেওয়া বাসস্থানের শংসাপত্র (Residential Certificate)।
- ফরেস্ট রাইট সার্টিফিকেট (Forest Right Certificate)।
- জাতিগত শংসাপত্র (Caste Certificate)।
- ন্যাশনাল রেজিস্ট্রার (National Register)।
- পারিবারিক রেজিস্ট্রার (Family Register)।
- জমির দলিল (Land Documents)।
বিশেষ করে উল্লেখ করা হয়েছে যে, আধার কার্ডকে (Aadhaar Card) অন্যতম বৈধ পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে। ফলে, এই নথিগুলির মধ্যে যে কোনো একটি হাতে থাকলেই SIR সংক্রান্ত কাজ সম্পন্ন করা যাবে। কিন্তু যদি কোনো গুরুত্বপূর্ণ নথি বাদ পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই সম্পূর্ণ তালিকাটি আগে থেকেই দেখে নেওয়া জরুরি।