রিয়াল মাদ্রিদের নামে শপথ ইস্টবেঙ্গলের, চাপে মোহনবাগান! টাংরি সুস্থ হলেও মাঠের মান নিয়ে চিন্তিত মোলিনা – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
সুপার কাপে ডেম্পোর কাছে আটকে যাওয়ায় ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়ো এবার অনুপ্রেরণা নিচ্ছেন স্পেন ও রিয়াল মাদ্রিদ থেকে। তিনি আশা করছেন, তাঁর দল ঘুরে দাঁড়াবে। অন্যদিকে, মোহনবাগান চেন্নাইয়িনকে হারালেও কোচ হোসে মোলিনা মাঠের নিম্নমান নিয়ে বিরক্ত। তবে আশার কথা, চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন দীপক টাংরি।