ভিক্টরি! আর্সেনাল চার পয়েন্টে এগিয়ে, ম্যান সিটির হার – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
এবেরেচি এজের একমাত্র গোলে ক্রিস্টাল প্যালেসকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে আর্সেনাল তাদের লিড চার পয়েন্টে বাড়িয়ে নিয়েছে। এই জয় আর্সেনালের শিরোপার দৌড়ে দাপট বজায় রাখল। অন্যদিকে, অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। এই ফলাফলে লিগ টেবিলের সমীকরণ পাল্টে গেল।