ভাইরাল মন্তব্যের জের! সলমন খানের নাম উঠল সন্ত্রাসবিরোধী তালিকায় – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
বলিউড অভিনেতা সালমান খানের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি। ফোরামে দেওয়া বক্তৃতায় সালমান খান সৌদি আরবে হিন্দি, তামিল বা তেলেগু ছবির সাফল্যের প্রসঙ্গে বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদাভাবে উল্লেখ করেন। এই মন্তব্যের জেরে পাকিস্তান সরকার ক্ষুব্ধ হয়ে সালমানের নাম সন্ত্রাসবিরোধী আইনের তফসিলভুক্ত তালিকায় যুক্ত করেছে। এর ফলে অভিনেতার উপর নজরদারি, চলাফেরায় নিষেধাজ্ঞা সহ আইনি পদক্ষেপের সম্ভাবনা রয়েছে।