রাহুল গান্ধীর ‘একই’ ছট পুজোর ছবি নিয়ে তোলপাড়! কেন ক্ষুব্ধ বিজেপি? – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
বিহার নির্বাচনের মুখে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ছট পুজোর শুভেচ্ছাবার্তায় গত বছরের ছবি ব্যবহার করায় বিতর্কের সৃষ্টি হয়। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য তীব্র কটাক্ষ করে বলেন, বিহারের উৎসবের প্রতি ন্যূনতম আন্তরিকতা না থাকলে ভোটে দাঁড়ানোর এই ‘অভিনয়’ কেন? তিনি রাহুলকে বিহারের সংস্কৃতিকে অপমান না করে কলম্বিয়া ফিরে যাওয়ারও পরামর্শ দেন।