ওয়াই প্লাস সুরক্ষা পেলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, নাগরকাটার হামলার পর নিরাপত্তা বাড়াল কেন্দ্র – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
উত্তরবঙ্গে বন্যা দেখতে গিয়ে নাগরকাটায় জনবিক্ষোভ ও ইটবৃষ্টির মুখে পড়ে গুরুতর জখম হয়েছিলেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। হামলার জেরে চোখের নিচে হাড় ভেঙে যাওয়ার পর তিনি বর্তমানে চিকিৎসাধীন। এই ঘটনার প্রেক্ষিতে এবার কেন্দ্রের তরফে তাঁর নিরাপত্তা বাড়ানো হল। স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা পাবেন তিনি।