সেরা অভিভাবক হতে ৫ জরুরি টিপস যা আপনার জীবন বদলে দেবে – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
সন্তান লালন-পালন সহজ নয়, কারণ শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের প্রতি থাকে বড় দায়িত্ব। সেরা অভিভাবক হতে গেলে ৫টি গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলুন। মনে রাখবেন, শিশুরা আপনার সম্পত্তি নয়, তাদের পছন্দ-অপছন্দ বুঝতে হবে এবং অন্যদের সঙ্গে তুলনা করা যাবে না। নিজের স্বপ্ন সন্তানের ওপর চাপিয়ে দেবেন না, ভুল থেকে শিখতে দিন। শিশুরা আপনার কথা নয়, কাজ দেখে শেখে, তাই নিজেকে উন্নত করুন। শুধু নম্বর বা ট্রফির দিকে না তাকিয়ে সন্তানের খুশিকে গুরুত্ব দিন এবং তাদের প্রচেষ্টার প্রশংসা করুন। নিখুঁত হওয়ার চেষ্টা না করে আনন্দের সঙ্গে সময় কাটান।