হুক্কা পার্লারের প্রতিবাদে ধুন্ধুমার প্রিন্স আনোয়ার শাহ রোডের ক্যাফে, প্রহৃত নিরাপত্তারক্ষী – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি ক্যাফেতে অবৈধভাবে হুক্কা পার্লার চালানো এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠল। এই কার্যকলাপের প্রতিবাদ করায় ক্যাফে কর্মীদের হাতে প্রহৃত হয়েছেন বলে অভিযোগ করলেন ওই বাড়ির নিরাপত্তারক্ষী। রবিবার এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
স্থানীয়দের অভিযোগ, ক্যাফেতে দীর্ঘদিন ধরে গোপনে হুক্কা পার্লার চালানো হচ্ছিল। বাড়ির মালিকের পক্ষ থেকে সতর্ক করার পরেও কোনো সুরাহা হয়নি। প্রতিবাদ জানাতে গেলে ক্যাফের কর্মীরা প্রবীণ নিরাপত্তারক্ষীকে মারধর করেন বলে অভিযোগ।
তবে ক্যাফে কর্তৃপক্ষের তরফেও পালটা হেনস্থার অভিযোগ আনা হয়েছে। উভয়পক্ষই ঘটনার প্রেক্ষিতে লেক থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।