আচমকা পিঠে আগুন, অটোচালক অগ্নিদগ্ধের ঘটনায় দুই ধৃত – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
কালীপুজো নিরঞ্জন থেকে ফিরে দমদমের বেদিয়াপাড়ায় স্থানীয় অটোচালক রঞ্জিত কর্মকারের পিঠে পেট্রল ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সুশান্ত দাস ও সুমন বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপর অভিযুক্ত সাগর শিকদার পলাতক। আক্রান্তের পরিবারকে অর্থের টোপ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কাউন্সিলার-ঘনিষ্ঠদের বিরুদ্ধে।