আগুন লাগল তুলোর গোডাউনে, রাতভর চেষ্টায় ৪০ লক্ষ টাকার ক্ষতি – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
শনিবার রাতে গাইঘাটা থানার দোগাছিয়া নাথপাড়ায় তুলোর গোডাউনে ভয়াবহ আগুন লাগে। এতে প্রায় ৬০ টন মজুত তুলো পুড়ে ছাই হয়ে যায়। কারখানা কর্তৃপক্ষের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লক্ষ টাকা। বনগাঁ ও গোবরডাঙা থেকে দমকলের তিনটি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের বিড়ির আগুন থেকে এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান।