নিয়ম-ফাঁসে রবীন্দ্র সরোবর উদ্ধার বন্ধ – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
পলি জমে গভীরতা হারাচ্ছে রবীন্দ্র সরোবর, যা নিয়ে পরিবেশকর্মীরা চিন্তিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় কিছু অংশে ড্রেজিংয়ের প্রয়োজন ধরা পড়েছে। কিন্তু গ্রিন ট্রাইবিউনালের নির্দেশে পেট্রল বা ডিজেল চালিত মেশিন ব্যবহার করা নিষিদ্ধ। তাই পলি তোলার উপায় জানতে এবার সমাধানসূত্রের খোঁজে ট্রাইবিউনালের দ্বারস্থ হয়েছে কেএমডিএ। দ্রুত কাজের অনুমোদনের অপেক্ষায় কর্তৃপক্ষ।