মন্থার প্রলয়! আজই ল্যান্ডফলের প্রবল আশঙ্কা, বাংলায় হলুদ সতর্কতা কোথায় কোথায়? জেনে নিন আসল বিপদ – এবেলা

এবেলা ডেস্কঃ
ঘূর্ণিঝড় ‘মন্থা’ দ্রুত উত্তর-পশ্চিম দিকে ধেয়ে আসছে। আবহাওয়া দপ্তরের আশঙ্কা, আজ সকালেই এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রাতে গভীর ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আশঙ্কা করা হচ্ছে, ঘন্টায় ১০০ কিমি বেগে এটি অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে।
ল্যান্ডফল কোথায় ও প্রভাব কতখানি?
ঘূর্ণিঝড়টি সরাসরি পশ্চিমবঙ্গে আঘাত হানবে না। আবহাওয়াবিদদের মতে, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া, বিশাখাপত্তনম, মছলিপত্তনমের মতো জায়গায় এর সর্বোচ্চ প্রভাব দেখা যেতে পারে। এছাড়া ওড়িশার গোপালপুর এবং তার আশপাশের এলাকাতেও সাইক্লোনের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, তামিলনাড়ু উপকূলেও সতর্কতা জারি করা হয়েছে এবং পুদুচেরি ২৯ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যেতে বারণ করেছে।
বাংলার ৬ জেলায় আজ হলুদ সতর্কতা: কী ঘটবে?
যদিও ‘মন্থা’ বাংলায় সরাসরি ল্যান্ডফল করছে না, তবুও এর প্রভাবে রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন দেখা যাবে। আজ মঙ্গলবার, ২৮ অক্টোবর, রাজ্যের ছয়টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং হুগলি। এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি, ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আগামী কয়েক দিনের সতর্কতা
- ২৯ অক্টোবর: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি থাকবে, যেখানে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
- ৩০ অক্টোবর: পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।
- ৩১ অক্টোবর: শুক্রবার হলুদ সতর্কতা জারি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই বর্ধমানে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহান্তে বৃষ্টির দাপট অনেকটাই কমে যেতে পারে এবং আবহাওয়ায় রোদ ঝলমলে আকাশ ফেরার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তাই আবহাওয়া বিভাগ মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙে হলুদ সতর্কতা জারি করেছে।