টাকা জমানো এখন হবে জলভাত! শিখে নিন ঘরোয়া বাজেট তৈরির ‘ম্যাজিক’ কৌশল – এবেলা

এবেলা ডেস্কঃ

মাস শেষে হাতে আর টাকা থাকছে না? অপ্রয়োজনীয় খরচ কমাতে গিয়েও বারে বারে ব্যর্থ হচ্ছেন? বর্তমান জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির যুগে অনেকেই সঞ্চয় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। তবে আর চিন্তা নয়, ঘরে বসেই সহজে এবং কার্যকরভাবে টাকা জমানোর জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। কঠিন মাইন্ডসেট তৈরি করে আজই প্ল্যানটি ফলো করা শুরু করলে খুব সহজেই আপনার সঞ্চয়ের লক্ষ্য পূরণ হবে।

প্রথম ধাপে, মাসিক আয় হাতে আসার আগেই খাদ্য, ভাড়া ও বিলের মতো বড় খরচগুলো আলাদা করে তালিকাভুক্ত করুন। এরপর মেডিসিন, ব্যক্তিগত যত্নের মতো ছোট খরচগুলোও তালিকা থেকে বাদ দেবেন না। এই তালিকা ধরে একটি ফাইনাল বাজেট তৈরি করতে হবে—যেখানে আপনার কাঙ্ক্ষিত সঞ্চয়ের পরিমাণ সবার আগে নির্দিষ্ট থাকবে। যদি ব্যাঙ্কের প্রক্রিয়া জটিল মনে হয়, তবে একটি পিগি ব্যাঙ্ক কিনে মাসের শুরুতেই সেভিংসের টাকা সরিয়ে রাখুন। সবচেয়ে জরুরি হলো, জমানো টাকা কী কাজে লাগাবেন তার লক্ষ্য স্থির করা, যা দীর্ঘমেয়াদে সঞ্চয় করার ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *