হাইকোর্ট নয়, টাকা বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের! বিস্ফোরক দাবি করে তৃণমূলকে তীব্র আক্রমণ শমীক ভট্টাচার্যের – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সম্প্রতি একটি এক্স (পূর্বতন টুইটার) পোস্টে দাবি করেছেন যে রাজ্যের শাসকদল তৃণমূল সরকার আবারও জনগণকে ভুল পথে চালনা করতে চাইছে। তাঁর বক্তব্য অনুযায়ী, কেন্দ্র সরকার বা আদালত নয়, সুপ্রিম কোর্টও একই কথা বলেছে যে যতদিন পর্যন্ত দুর্নীতি বন্ধ না হবে, ভুয়ো নাম, মিথ্যা মাষ্টাররোল এবং টাকা চুরি রুখে দেওয়া যাবে, ততদিন পর্যন্ত এই প্রকল্পে (সম্ভবত মনরেগা) অর্থপ্রদান স্থগিত থাকবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টতই দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
শমীক ভট্টাচার্যের এই মন্তব্যে রাজ্য-রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। তিনি আরও দাবি করেন যে আদালত শর্তসাপেক্ষে কাজ শুরুর কথা বলেছে, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েই তবে প্রকল্পের কাজ শুরু করতে হবে। এই পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে জনতাকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে বিজেপি রাজ্য সভাপতি বুঝিয়ে দিতে চেয়েছেন যে এই প্রকল্পের টাকা বন্ধের সিদ্ধান্তের মূল কারণ হলো রাজ্যে দুর্নীতি। তাঁর এই কঠোর বার্তা স্থানীয় বাংলাভাষী পাঠকদের মধ্যে যথেষ্ট আগ্রহ সৃষ্টি করবে।