ভারতের যে শহর পিছনে ফেলল বার্লিন-ফুকেটকে, রাতারাতি বাড়ছে আকর্ষণ – এবেলা

এবেলা ডেস্কঃ

গ্লোবাল ট্র্যাভেল মার্কেটপ্লেস স্কাইস্ক্যানারের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক শহর বার্লিন ও ফুকেটকে জনপ্রিয়তায় পিছনে ফেলেছে আসামের জোরহাট। “আসামের চা-এর রাজধানী” নামে পরিচিত এই স্থানটি ২০২৬ সালের শীর্ষ গন্তব্য হতে পারে। ব্রহ্মপুত্র, মাজুলি দ্বীপ ও কাজিরাঙা উদ্যান এই স্থানের প্রধান আকর্ষণ। সার্চ ইঞ্জিনে ৪৯৩% বেশি আগ্রহের কারণে এটি এখন পর্যটকদের নতুন হটস্পট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *