২৫ হাজার সেনা নিয়ে পাকিস্তানকে কি ভয়ঙ্কর ফাঁদে ফেলল সৌদি আরব? চমকে দেবে ভেতরের খবর! – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তানি সংবাদমাধ্যম ও কূটনৈতিক সূত্র মারফত চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। সম্প্রতি সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের যে সামরিক চুক্তি হয়েছে, তাকে ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। চুক্তি অনুযায়ী ২৫ হাজার পাকিস্তানি সেনাকে সৌদি আরবে পাঠানো হয়েছে। কিন্তু এই বিশাল সংখ্যক সেনাকে নিয়ে সৌদি আরবের আসল পরিকল্পনা কী, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।

সূত্রের খবর, পাকিস্তান এতদিন প্রচার করছিল যে এই চুক্তিটি দুই দেশকে সমান সামরিক অংশীদারিত্ব দেবে এবং কোনো এক দেশের উপর হামলা হলে তা অন্য দেশের উপরও হামলা হিসেবে গণ্য হবে। এর ফলে পাকিস্তান আশা করেছিল, ভারত বা আফগানিস্তানের সম্ভাব্য হামলা থেকে সৌদি আরব তাদের রক্ষা করবে।

তবে ফাঁস হওয়া তথ্যে জানা যাচ্ছে, চুক্তির ভেতরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এই ২৫ হাজার পাকিস্তানি সেনাকে মূলত সৌদি আরবের নিজস্ব প্রতিরক্ষা ও সম্ভাব্য শত্রু, বিশেষ করে ইজরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, সৌদি আরব নিজেদের প্রতিরক্ষার জন্যই এই চুক্তি করেছে, পাকিস্তানের সুরক্ষার জন্য নয়।

সবচেয়ে বড় চমক হিসেবে জানা গেছে, চুক্তিতে সৌদি আরব স্পষ্ট করে দিয়েছে যে ভারত বা আফগানিস্তানের মতো দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো প্রশ্নই নেই। বরং ভবিষ্যতে যদি ভারত বা আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘাত হয়, তবে সৌদি আরব কূটনৈতিকভাবে দুই দেশের মধ্যে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করবে। সাম্প্রতিক অতীতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাতেও সৌদি আরব একইভাবে সামরিক হস্তক্ষেপ না করে কেবল কূটনৈতিক মধ্যস্থতার চেষ্টা করেছে।

এই পরিস্থিতিতে পাকিস্তান এখন সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার এবং আজারবাইজানের সঙ্গে একটি নতুন ত্রিমুখী সামরিক জোট গঠনের দিকে ঝুঁকছে। যার নাম দেওয়া হয়েছে ‘গাল্ফ কাস্পিয়ান ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যালায়েন্স’। জানা গেছে, আগামী মাসেই দোহাতে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। পাকিস্তান সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসীম মুনীর এই দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখছেন। এই জোটকেও পাক-সৌদি চুক্তির মডেলে তৈরি করার পরিকল্পনা রয়েছে, যেখানে এক দেশের উপর হামলা অন্য দেশের উপর সম্মিলিত হামলা হিসেবে গণ্য হবে। বাহরিনও এই জোটে যোগ দিতে আগ্রহী বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, ভারত-ভীতিতে পাকিস্তান করাচি এবং লাহোরের অভ্যন্তরীণ বিমানপথগুলিতেও পরিবর্তন এনেছে বলেও খবর রয়েছে।

পাকিস্তানের এই নতুন সামরিক জোট গঠনের প্রচেষ্টা এবং সৌদি আরবের সঙ্গে চুক্তির ভেতরের খবর সামনে আসায় আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *